সেতুর অভাবে দুর্ভোগে কালীগঞ্জের কয়েক হাজার মানুষ

- আপডেট সময় : ০৩:০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১৮৫৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে নদীর উপর একটি সেতুর অভাবে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ। নদী পারাপারে এলাকাবাসী বাঁশ দিয়ে সাঁকো বানালেও তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগ লাঘবে স্থায়ী সেতু নির্মাণের দাবি তাদের।
নড়বড়ে ও ভাঙাচোরা এই বাঁশের সাকোই নদী পারের একমাত্র উপায়। চিকিৎসা থেকে বাজার-সদাই সব প্রয়োজনেই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাজারো মানুষের ভরসা অস্থায়ী এ ব্যবস্থা। চিত্রা নদীর উপর নির্মিত এ সাকোটি এপারে একতারপুর ও ওপারে পারখিদ্দাসহ কয়েকটি গ্রামে যাওয়া আসার মাধ্যম। যদিও পাকা সেতুর দাবি বহুদিনের,কিন্তু আজও তা বাস্তবে রুপ পায়নি।
নদীর এপারে একতারপুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ওপারে পারখিদ্দা দাখিল মাদরাসা। শিক্ষার্থীদের জন্য এটিই একমাত্র চলাচলের পথ। প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে তাদের যেতে হয় স্কুল ও মাদরাসায়। একজন এপার থেকে ওপারে গেলে আরেকজনকে দাঁড়িয়ে থাকতে হয়। ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাকোটি যেকোন সময় ভেঙে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।
সেতু নির্মাণের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
কালীগঞ্জ উপজেলার মালিয়াট,নিয়ামতপুর,জহোরপুর,রায়গ্রাম ইউনিয়নসহ প্রায় ৫০টি গ্রামের মানুষ চিত্রা নদী পারাপারে এই সাঁকো ব্যবহার করেন।