সু চির বিরুদ্ধে অবৈধ ডিভাইস আমদানি এবং ব্যবহারের অভিযোগে পুলিশের মামলা
- আপডেট সময় : ০২:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানি এবং ব্যবহারের অভিযোগে মামলা করেছে মিয়ানমার পুলিশ। এই মামলায় তার দুই বছরের কারাদণ্ড হতে পারে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আটক রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।
অং সান সু চির বিরুদ্ধে একাধিক অভিযোগ গঠন করেছে মিয়ানমারের সামরিক সরকার। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আটক রাখা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। সু চি’র বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘন এবং অবৈধ যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের অভিযোগে করা মামলায় সাজা হতে পারে বলে ধারণা পাওয়া যাচ্ছে। এদিকে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানে নিন্দা জানিয়েছে বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর সংস্থা জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়ন। দেশটির সামরিক নেতাদের উদ্দেশ্যে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘নির্বাচিত সরকারকে উৎখাত করে এভাবে ক্ষমতা দখল করা যায় না।’ ক্ষমতাদখলের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করে দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।



















