সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:১৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন হয়েছে।
চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে বাজালিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ চৌধুরী এ সংবাদ সম্মেলন করেন। এ সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় তিনি লিখিত বক্তব্য বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাতকানিয়া উপজেলা বাজালিয়া ইউনিয়নের ভোটাররা যাতে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করার জন্য প্রশাসনের নিরপেক্ষতা ও সহযোগিতা চান তিনি।

 
																			 
																		























