সুযোগ পেলে ভারতের বোলিং কোচ হতে চান পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আখতার

- আপডেট সময় : ১২:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
সুযোগ পেলে ভারতের বোলিং কোচ হতে চান পাকিস্তানের সাবেক বোলার শোয়েব আখতার। বিশ্বের প্রথম শত মাইল বেগে বল করা সাবেক এই পেসার জানিয়েছেন, ভারতের কোচ হলে তার হাত ধরে আরও আগ্রাসী, গতিময় ও পারদর্শী হয়ে উঠবে দেশটির পেসাররা
সামাজিক যোগাযোগ মাধ্যম–অ্যাপ হেলোকে দেয়া এক সাক্ষাৎকারে শোয়েব জানিয়েছেন, কোচ হওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হলে খুশি মনেই রাজি হবেন। রাজনীতি থেকে খেলার মাঠ। দু’দেশের বৈরী সম্পর্ক চলমান যুগ যুগ ধরে। সম্পর্কের বৈরীতা চরম পর্যায়ে পৌঁছলে ২০১৩ সালের পর ভারতে সফর করেনি পাকিস্তান। এমন অবস্থায় চমকে দেয়া খবর দিলেন শোয়েব আখতার। ভারতের বর্তমান বোলিং কোচ ভরত অরুণ। দ্বিতীয় মেয়াদে দায়িত্বে আছেন তিনি। শোয়েবের দাবি, দায়িত্ব পেলে বর্তমান কোচের চেয়েও ভালো করে ভারতের বোলারদের গড়ে তুলতে পারবেন। এদিকে, সুযোগ পেলে কলকাতা নাইট রাইডার্সের কোচ হওয়ার কথাও জানান শোয়েব। ২০০৭ সালে আইপিএলের প্রথম আসরে দলটির হয়ে খেলেছিলেন পাকিস্তানের সাবেক এই পেসার।