সুন্দর ও সু-শৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে দুই সিটি নির্বাচনে ভোট প্রদান অনুষ্ঠিত হচ্ছে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
 - / ২২১৭ বার পড়া হয়েছে
 
সুন্দর ও সু-শৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে দুই সিটি নির্বাচনে ভোট প্রদান অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলণে এ কথা জানান তিনি। এ সময় নির্বাচন নিয়ে সকাল থেকে ঢাকা দক্ষিণের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন মিথ্যাচার করছেন উল্লেখ করে তার বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তিনি। এছাড়া বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সকালে কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে। সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড: দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও হাছান মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
																			
																		













