সুন্দরবন ও উপকূলীয় সুরক্ষায় ৯ দফা দাবি
- আপডেট সময় : ১১:২৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সুন্দরবন ও উপকূলীয় সুরক্ষায় ৯ দফা দাবি তুলে ধরেছেন পরিবেশ আন্দোলন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে এতে বক্তব্য দেন তেল গ্যাস ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা রুহিন হোসেন প্রিন্স। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দুর্যোগ ঝুকিপূর্ণ এলাকা ঘোষণা করে ওই এলাকার জন্য বিশেষ বরাদ্দের দাবিও জানিয়েছেন তারা। এসময় বক্তারা সুন্দরবন উপকূলীয় অঞ্চল রক্ষায় নয় দফা ধরে তা বাস্তবায়নে সরকারে প্রতি দাবি জানান। জলবায়ু পরিবর্তন, দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুন:নির্মাণ সাইক্লোন সেন্টার,বাধ রক্ষণাবেক্ষণ ও তহবিল সংগ্রহে স্থানীয় সরকারকে সম্পৃক্ত করাসহ বেশ কিছু প্রস্তারনা তুলেন ধরেন। এছাড়া নিরাপদ পানি ব্যবস্থা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানান সংগঠনের নেতারা।



















