সুন্দরগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে ২০ গ্রামের ২৫ হাজার মানুষ

- আপডেট সময় : ০৫:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে ২০ গ্রামের ২৫ হাজার মানুষ। স্থানীয়দের সহযোগিতায় কয়েক বছর আগে সাঁকো নির্মাণ করলেও সংস্কারের অভাবে সেটিও নষ্ট হয়ে গেছে। যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোর্দ্দা ও লাটশালাসহ ২০টি গ্রামের যাতাযাতের একমাত্র মাধ্যম এই সাকোটি। প্রতিদিন এক/দেড় হাজার লোক পারাপার হয় এই সাঁকো দিয়ে। ৫ বছর আগে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকোটি তৈরি করেন স্থানীয়রা। কিন্তু গত দুই বছরের আগে বন্যায় সাঁকোটিও ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। অভিযোগ রয়েছে বার বার জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করেও সুফল মিলছে না। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী।
হাট-বাজার সহ স্কুল, কলেজ গামী শিক্ষার্থীরা এ সাকো দিয়ে পারাপার হয়। শুকনো মৌসুমে পায়ে হেটে পার হলেও বষা মৌসুমে পানি থাকায় যাতাযাতে সমস্যায় ভুগতে হচ্ছে শিক্ষাথীদের।
ব্রীজ নির্মাণে উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক।
দুর্ভোগ লাঘবে প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের।