সুনামগঞ্জে ৫ বছরের শিশু তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ১৯৫৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে ৫ বছরের শিশু তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচী পালন করে তারা। এতে সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জেলা শাখার সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ স্থানীয় আইনজীবীরা অংশ নেয়। এ সময় শিশু তুহিনের হত্যাকারীদেরকে দ্রুত বিচার আইনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।