সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণচেষ্টার মূল আসামী গ্রেপ্তার

- আপডেট সময় : ০৩:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলার প্রধান আসামী চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি।
দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডি কার্যালয়ে ব্রিফিং এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ। তিনি জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় বাস চালকের সহযোগী রশিদ আহমেদকে ২৮ ডিসেম্বর গ্রেপ্তার করে পিবিআই। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল আসামী শহিদকে গ্রেপ্তার করে সিআইডি। এর আগে গত ২৬ ডিসেম্বর বিকেলে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাচ্ছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এসে যাত্রীবাহী বাসে একা হয়ে যান ওই ছাত্রী। অন্য যাত্রীরা নেমে গেলে চালক ও হেলপার কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। সম্ভ্রম বাঁচাতে ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন। স্থানীয়রা তাকে সড়কের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই হাসপাতালে নেন। পরে ওইদিনই সুনামগঞ্জের দিরাই থানায় ধর্ষণ চেষ্টার মামলা করে নির্যাতিতার পরিবার।