সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ শুরু হয়েছে

- আপডেট সময় : ০২:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দেশের জেলা পর্যায়ে বিশেষ করে সীমান্তবর্তী ও আশপাশের জেলাগুলোতে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ শুরু হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে দেশের সংক্রমণের হার ৬ থেকে ১০ শতাংশে উঠে এসেছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তর দেশের ৩৭টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। এমন পরিস্থিতি আশংকাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার ৬৩ শতাংশ এবং পার্শ্ববর্তী জেলা রাজশাহীতে এই হার ৪১ শতাংশে উঠেছে। বর্তমানে ৪০ শতাংশের ওপরে সংক্রমণ খুলনায়। ২০ থেকে ২৯ শতাংশ সংক্রমণ রয়েছে সিলেট, ঝালকাঠি, রাজশাহী, নাটোর ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং ফরিদপুরে। ১০ থেকে ১৯ শতাংশ সংক্রমণের হার রয়েছে দেশের বাকী জেলাগুলোতে। ধৈর্য ধরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটু উদাসীন হলে মাত্র ৭ থেকে ১০ দিনেই দেশের সামগ্রিক করোনা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে।