সীতাকুণ্ডে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ১৬০০ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় রেবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে।
রেব জানায়, আন্ত:জেলা ডাকাত দলের সদস্যদের মহাসড়কে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে ভোরে ছোট কুমিরা এলাকায় অভিযান চালানো হয়। এসময় রেবকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। অত্মরক্ষায় রেবও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধের পর ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে, চাঁদপুরের ফরিদগঞ্জ কড়ইতলী এলাকায় ডাকাতি প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ডাকাত সদস্য নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও ২টি রামদা উদ্ধার করা হয়েছে।