সীতাকুণ্ডের ঘটনায় দেশের ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা প্রমাণিত : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
চট্রগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা দিতে পারছে না সরকার। এ ঘটনায় প্রমাণ করে তারা সব ক্ষেত্রে ব্যর্থ। মুখে উন্নয়নের কথা বললেও বাস্তবে এই সরকার ভুয়া। ঘটনাস্থলে অগ্নিনির্বাপকসহ নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না বলেও সমালোচনা করেন তিনি।
সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সরকারি দলের নেতাদের বক্তব্য সম্পর্কে মির্জা ফখরুল বলেন, তারা চুরি করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে, সাধারণ মানুষের কষ্ট কি তারা ভুলে গেছেন। টাকা পাচার করে বিদেশে বাড়ি ঘর করেছে তারা। মালেশিয়ায় লোক পাঠাতে তৈরি করা সিন্ডিকেটে এক মন্ত্রীর স্ত্রীর নাম রয়েছে বলেও সমালোচনা করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদ মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ অনেকে।