সিসিটিভির ফুটেজ ভাইরাল, আটক অভিযুক্ত শিক্ষকসহ ৫ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আশুলিয়ায় মধুপুর জাবালে নুর মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইব্রাহীমসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
এরআগে শিশুদের প্রকাশ্যে মারধরের ঘটনার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয় পুরো সাভার জুড়ে। গেলো সোমবার ফেসবুকে মাদ্রাসা ছাত্রকে মারধরের ওই ভিডিও ভাইরাল হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা পুলিশ। পরে ঘটনার সত্যতা পেয়ে রাতেই অভিযুক্তদের আটকে অভিযান শুরু করে আশুলিয়া পুলিশ। রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ইব্রাহীমসহ ৫ জনকে আটক করা হয়। শিক্ষক হাফেজ ইব্রাহিম কুমিল্লা জেলার হুমনা থানার দুর্গাপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।