সিলেট-৩ ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপ-নির্বাচন আগামী ১৪ জুলাই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপ-নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
দুপুরে কমিশনের ৮১তম সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। কমিশন সচিব জানান, তফসিল অনুযায়ী আসনগুলোতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ জুন। এছাড়া বাছাই ১৬ জুন, প্রত্যাহারের শেষদিন ২৩ জুন এবং প্রতীক বরাদ্দ করা হবে ২৪ জুন। এসময়, স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে বলেও জানান নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।