সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
সকাল ১০টায় সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৩০ জুন অসুস্থ বোধ করলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনো ফলাফল পাওয়া যায়নি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সিলেট মহানগর ও জেলা বিএনপি। বাদ আসর মানিকপীর টিলায় প্রথম জানাযা এবং বালাগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযাশেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।























