সিলেট ও মোংলা বন্দরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুবাই প্রবাসী যুবক ও ৩ নাবিক পর্যবেক্ষনে

- আপডেট সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
সিলেট ও বাগেরহাট করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুবাই প্রবাসী যুবক ও ৩ নাবিককে হাসপাতালে পর্যবেক্ষনে নেয়া হয়েছে।
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুবাই প্রবাসী এক যুবককে হাসপাতালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তবে করোনাভাইরাস সনাক্ত করার করণের কোন পদ্ধতি সিলেটে না থাকায় তার রক্তের স্যাম্পল ঢাকায় পাঠানো হয়েছে। তবে তার শরীরে প্রাথমিক কিছু লক্ষণ করোণাভাইরাসে আক্রান্ত রোগীর লক্ষণের সাথে মিলে গেছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
………
বাগেরহাটে করোনা ভাইরাস সন্দেহে মোংলা বন্দরে আগত একটি বানিজ্যিক জাহাজের সকল কার্যক্রম বন্ধ রাখতে বলেছে বন্দর কর্তৃপক্ষ। ওই জাহাজের নাবিক ৩ ফিলিপাইনের নাগরিককে জাহাজের অভ্যন্তরে তাদের কক্ষে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। ২৪ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে ‘ বুধবার রাতে চট্টগ্রাম হয়ে বিদেশী জাহাজ ‘এমভি সেরেনি টাস-এন’ মোংলা বন্দরের হারবারিয়ায় নোঙ্গর করে। নিয়ম অনুযায়ী রাতেই করোনা সনাক্ত মেডিকেল টিম জাহাজটিতে প্রবেশ করে। এসময় মেডিকেল টিম ৩ ফিলিপাইন নাবিকের শরীরে ১শ ডিগ্রীর উপরে তাপমাত্রা সনাক্ত করে।