সিলেটে সুরমা নদীর একটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি

- আপডেট সময় : ০৩:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৭১০ বার পড়া হয়েছে
বৃষ্টির কারণে দেশের সব নদ-নদীতে পানি বাড়ছে। এর মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোতে দ্রুত পানি বাড়ছে, ফলে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য দিয়েছে। সিলেটে সুরমা নদীর একটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করায় ইতিমধ্যে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোববার সুনামগঞ্জের কয়েকটি স্থানেও পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সেখানেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পাহাড়ি ঢলে গ্রামীণ সড়ক ভেঙে পানির তোড়ে ১০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে রয়েছে ভাদেরটেক গ্রামের শতাধিক ঘরবাড়ি। এছাড়া ঢলে হাওরের বোরো ফসলের ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ ও শুকনা খাবার বিতরণ করেছেন। ঢলের পানিতে সুনামগঞ্জের হাওরবেষ্টিত তাহিরপুর, দোয়ারাবাজার, সদর উপজেলাসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগার গত ৪৮ ঘণ্টায় জেলায় ১৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ বৃষ্টিপাতে ডুবে গেছে কৃষকের ধান। যারা ধান কেটেছেন তারাও মাড়াই করতে পারছেন না।