সিলেটে পর্যটকের সমাগম ঘটলেও টানা বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি

- আপডেট সময় : ০২:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
ঈদের ছুটিতে সিলেটে পর্যটকের সমাগম ঘটলেও টানা বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি। খুব একটা ঘুরাঘুরি হচ্ছে না। তবে বৃষ্টি কমলেই ছুটছেন বিভিন্ন পর্যটনকেন্দ্র ও চা বাগানে।
সিলেটে চা বাগান, স্বচ্ছ নদীর জলধারা, পাথর আর পাহাড়ের আকর্ষণে প্রতিবছরেই বিপুল সংখ্যক পর্যটক বেড়াতে যান। একই সাথে পাথর, পাহাড় আর পানির দেখা একমাত্র সিলেটেই মিলে। আর এ কারণে বর্ষায় জমে ওঠে সিলেটের পর্যটন। পাশাপাশি এবারের ঈদের ছুটি বর্ষা মৌসুমে হওয়ায় তা পর্যটকদের বেশি টানছে।এবার সিলেটে পর্যটকদের ঢল নামলেও বাঁধা হয়ে দাঁড়িয়েছে টানা বৃষ্টি।
এদিকে, ঈদের ছুটিকে সামনে রেখে ইতোমধ্যে হোটেল মোটেলেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নানা ধরণের প্যাজেকের পাশাপাশি দর্শনীয় স্থান ভ্রমনেও সহযোগিতা করা হচ্ছে।
পর্যটকদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়ন এবং ভ্রমণকালে তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের আহবান সংশ্লিষ্টদের।
পর্যটকদের সর্ব্বোচ্চ নিরাপত্তা দিতে নানামুখী পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন। সীমান্তবর্তী বিভিন্ন পর্যটনকেন্দ্রে পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে।
এবারের ঈদ পর্যটনে যাতে কোনো পর্যটক হয়রানির শিকার না হন- এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।