সিলেটে ধীর গতিতে নামছে বন্যার পানি
																
								
							
                                - আপডেট সময় : ০৩:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
 - / ১৬৩৭ বার পড়া হয়েছে
 
সিলেটে ধীর গতিতে নামতে শুরু করেছে বন্যার পানি। অল্প অল্প করে কমছে নদ-নদীর পানিও। মহানগরের উঁচু এলাকার বাসা-বাড়িতে মানুষ ফিরলেও নিচু এলাকার বেশিরভাগ বাসা-বাড়ি এখনও পানিতে নিমজ্জিত। বন্যায় মৎস্য বিভাগের ক্ষতি হয়েছে প্রায় ২২ কোটি টাকা। আর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, সড়ক বিভাগের ১০টি সড়কের ৭২ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫৩৬ কিলোমিটার সড়ক এখনও পানির নিচে।
স্মরণকালের ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী বন্যার ১৩দিন পর সিলেটে সুরমা, কুশিয়ারা, সারি পিয়াইনসহ সবকটি নদীর পানি কমতে শুরু করেছে। পানিবন্দি জেলার ১৩ উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা।
সিলেট মহানগরের উঁচু এলাকার পানি কমলেও জামতলা, মণিপুরি রাজবাড়ি, ছড়ারপাড় এলাকায় বেশিরভাগ বাড়িঘর এখনো পানিতে তলিয়ে আছে।
বন্যার পানি নামতে শুরু করায় সড়ক মহাসড়কের ক্ষতবিক্ষত চিত্র ফুটে উঠছে। যান চলাচল বিঘ্নিত হচ্ছে। জেলার ৫৩৬ কিলোমিটার সড়ক এখনও পানির নিচে রয়েছে। প্রাথমিকভাবে সড়ক ও জনপদ বিভাগের ১০টি সড়কের ৭২ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েঠেন নির্বাহী প্রকৌশলী।
বন্যার পানিতে ডুবে ভেসে গেছে পুকুর জলাশয়ের ২ হাজার ৩০৫ মেট্রিক টন মাছ। মাছের পোনা ভেসে গেছে ৩ কোটি ৩ লাখ টাকার। এবারের বন্যায় মৎস্য বিভাগের ক্ষতি প্রায় ২২ কোটি টাকা বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
পানি কমায় পরিবেশ দূষণ ও রোগব্যাধির বিস্তার ঠেকাতে জেলা সিভিল সার্জন অফিস ও সিটি করপোরেশন পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দিচ্ছে। বন্যাকবলিতদের স্বাস্থ্যসেবায় ১৪০টি মেডিকেল টিম কাজ করছে।
সিলেটের সব নদ-নদীর পানি কমলেও মৌলভীবাজারে কুশিয়ারার পানিতে হাওর এলাকায় পানি বেড়েছে।
দ্রুত বন্যা পরিস্থিতির উন্নতি হবে- এমনটা প্রত্যাশা সিলেটবাসীর।
																			
																		















