সিলেটে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
সিলেটের টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী অভিষেক দে দ্বীপ খুন হয়েছে।
গেল রাত সাড়ে নয়টার দিকে, টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে একদল যুবক দ্বীপের ওপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন। হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। হামলাকারিদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিষেক দে দ্বীপ সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ সরকারের অনুসারী।