সিরিয়ার হোমস শহরে সামরিক একাডেমিতে ড্রোন হামলায় শতাধিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৯২৩ বার পড়া হয়েছে
সিরিয়ার হোমস শহরে সামরিক একাডেমিতে ড্রোন হামলায় শতাধিক নিহত হয়েছেন। হামলায় সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাস আহত হয়েছেন।
হামলার জন্যে অজ্ঞাত আন্তর্জাতিক সশস্ত্র গোষ্ঠীর মদদপুষ্ট জঙ্গিদের দায়ী করছে সেনাবাহিনী। বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে হামলার সময় ওই সামরিক একাডেমিতে ক্যাডেটদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শেষ পর্যায়ে ছিল। বৃহস্পতিবার বিকেলে চালানো এই হামলায় আহত হয়েছেন ২৪০ জনের বেশি। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এই হামলাটি দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকেই জনগণের সামনে তুলে ধরেছে। এটি সিরিয়ার সরকারের ওপরও বড় একটি আঘাত বলে মনে করা হচ্ছে।



























