সিরিজে টানা দুই ম্যাচ জিতে উড়ছে বাংলাদেশ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:৩৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
 - / ১৭৯৫ বার পড়া হয়েছে
 
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। মিরপুরে ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।
সিরিজে টানা দুই ম্যাচ জিতে উড়ছে বাংলাদেশ। প্রথম টি-টুয়েন্টি ৬ উইকেটে আর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে হারিয়ে একক আধিপত্য দেখিয়ে সিরিজ নিশ্চত করে নেয় সাকিব আল হাসানের দল। সিরিজ নিশ্চত হওয়ায় এগিয়ে থেকেই মাঠে নামবে টাইগাররা। পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে। অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড। সিরিজ হারলেও এই ম্যাচে ব্যাটিং ব্যার্থতা কাটিয়ে হোয়াইটওয়াশ এড়াতে চায় সফরকারীরা।
																			
																		
















