সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবদুল মজিদ মন্ডলের নিজ গ্রামে দাফন সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবদুল মজিদ মন্ডলের মরদেহ এনায়েতপুরের নিজ গ্রামে দাফন করা হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে নিজের প্রতিষ্ঠিত রুপনাই মাদরাসা ও ঈগগাহ মাঠে মন্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে স্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে ঢাকার উত্তরার বাসা থেকে স্কয়ার হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।










