সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও মাদারীপুরে মহাসড়ক অবরোধ করেছে ভুক্তভোগীরা
- আপডেট সময় : ০৬:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও মাদারীপুরে মহাসড়ক অবরোধ করেছে ভুক্তভোগীরা।
বন্ধ হওয়া জাতীয় জুট মিল পুনরায় চালু ও মজুরি কমিশনের বকেয়াসহ সব বেতন-ভাতা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেছেন শ্রমিক-কর্মচারী, পাটকল ও পাটচাষী সম্মিলিত নাগরিক পরিষদ। সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় শ্রমিক ও কর্মচারী বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডাঙ্গী এলাকায় রাইজিং স্পিনিং মিলস্ এর শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে। বাৎসরিক ইনক্রিমেন্টের দাবিতে কারখানার শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করে এ আন্দোলন করেন। এসময় মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুরের কালকিনি উপজেলার শিকার মঙ্গল এলাকার মিয়ারহাট বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারী খাল দখল মুক্ত করার দাবীতে দুপুরে সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা কমান্ড।




















