সিরাজগঞ্জ, নেত্রকোণা ও কুষ্টিয়ায় বিভিন্ন দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ, নেত্রকোণা ও কুষ্টিয়ায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদীপাড়া গ্রামে খেলার মাঠে এ মানববন্ধনে অংশ নেন হলদিঘর, বলদীপাড়া, হরিরামপুর ও ভৈরব গ্রামের স্কুল শিক্ষক, শিক্ষার্থীসহ তিন শতাধিক নারী-পুরুষ।
নেত্রকোনার কলমাকান্দায় খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হককে গ্রেফতার ও অপসারণে দাবিতে মানববন্ধন হয়েছে। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ভিজিএফের চাল চুরির অভিযোগ রয়েছে।
এদিকে, কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছে জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা। এসময় হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন তারা।





















