সিরাজগঞ্জ ও পাবনায় বোমা ও আগ্নেয়াস্ত্রসহ ৪ জন আটক

- আপডেট সময় : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরবর্ধনগাছা থেকে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ১৬টি তাজা ককটেল ও বোমাসহ দুই যুবককে আটক করেছে উল্লাপাড়া থানা পুলিশ।
আটককৃতরা হলো, চরবর্ধনগাছা গ্রামের সোহাগ ও একই গ্রামের আলিফ মিয়া। উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস জানান, ককটেল প্রস্তুত করার সময় তাদেরকে আটক করা হয়। মূলত এরা অন্যকে ফাঁসানোর জন্য ককটেলগুলো তৈরী করছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। উদ্ধারকৃত ককটেল নিস্ক্রিয় করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, পাবনা কুঠিপাড়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জনি ও ফারুক হোসেন নামের দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। দুপুরে ডিবি কার্যলয়ের সামনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে কুঠিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভালবার ও দুই রাউন্ড গুলি এবং চাকু-ছুরি উদ্ধার করা হয়। আটক জনির বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা ও ফারুকের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে।