সিরাজগঞ্জে ৫টি পেতলের মুর্তিসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৯৩২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ৫টি পেতলের মুর্তিসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে দুইটি পিতলের মূর্তিসহ দুই জনকে আটক করা হয়। পরে তাদের তথ্য মতে নাটোরের সিংড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরো তিনটি মূর্তিসহ দুই জনকে আটক করে সলঙ্গা থানা পুলিশ। এসময় মূর্তি ক্রয় বিক্রয়ের ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।