সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৬০৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বিমানবাহিনীর সদস্যও রয়েছে বলে জানা গেছে। জেলার পিপুলবাড়ীয়ায় ট্রাকচাপায় মোটর সাইকেলের ওই দুই আরোহী নিহত হন।
পুলিশ জানায়, মোটর সাইকেলযোগে সাব্বির ও হাসান দুই বন্ধু বগুড়া থেকে সিরাজগঞ্জে ফিরছিলেন। তারা পিপুলবাড়ীয়া বাজার এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ দুটি মর্গে রাখা রয়েছে। নিহতরা একে অপরের বন্ধু।