সিরাজগঞ্জে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ার এক মাদক মামলায় আব্দুল মমিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তার বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির আসামীর উপস্থিতিতে এই রায় দেন। বেআইনিভাবে নিজের কাছে ৪৪৪ গ্রাম হেরোইন রাখার অভিযোগে মামলা হয় তার বিরুদ্ধে। জানা যায়, ২০১৮ সালের ১৯ আগষ্ট রেব-১২’এর ডিএডি মোঃ ইউনুস আলীর নেতৃত্বে অভিযান চলে। সলংগা থানার চড়িয়া কালীবাড়ীতে নাটোর থেকে ঢাকাগামী সাব্বির পরিবহনের একটি বাস থামানোর নির্দেশ দেন তিনি। এ সময় আব্দুল মমিন বাস থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তাকে আটক করে দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করে তারা। পরে, এ বিষয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়।















