সিরাজগঞ্জে নদীভাঙণে অন্তত দেড়শ পরিবারের সর্বস্ব খুইয়ে মানবেতর জীবনযাপন
- আপডেট সময় : ০৮:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজিপুর, চৌহালী ও এনায়েতপুর উপজেলার বেশকিছু স্থানে নদীভাঙণ তীব্র হয়ে উঠেছে। ফলে অন্তত দেড়শ পরিবার সর্বস্ব খুইয়ে মানবেতর জীবনযাপন করছে। ভাঙণ আরেকটু বাড়লেই নদীতে হারিয়ে যাবে বেশকিছু শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়িঘর। নদীভাঙণ কমছে না বলে, কোন কাজেই আসছে না পানি উন্নয়ন বোর্ডের নদীশাসন।
সিরাজগঞ্জের কাজিপুরের মাইজবাড়ি ইউনিয়নের ভাঙ্গন কবলিত বিলচতল ও ঢেকুরিয়ায় নদী তীর রক্ষা বাঁধের ব্লক সরে গেছে। ফলে, নদীতে বিলীন হয়েছে বাঁধের অন্তত ৫০’মিটার এলাকা। এতে বাঁধের কাছের কয়েকটি বাড়ি নদীতে চলে গেছে। পরিবাগুলোর ঠাঁই নিয়েছে পাশের ইকোপার্কে।
ভাঙ্গন ঠেকাতে বালিভর্তি জিও ব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু, এতে স্থায়ী কোনো সমাধান আসছে না।
অন্যদিকে, সিরাজগঞ্জের চৌহালী উপজেলা সদরের বেশকয়েকটি জায়গা ও এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের প্রায় পাঁচ গ্রামে ভাঙণ শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপশি কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এই জনপ্রতিনিধি।
ভাঙ্গণ রোধে নেয়া প্রকল্পের অর্থ বরাদ্দ হয়েছে বলে জানান, এই কর্মকর্তা।
শিগগিরি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভাঙ্গন ঠেকানো যাবে বলে মনে করেন, তিনি।
















