সিরাজগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / ২৩১৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন ৮ জন। ভোরে সেতুর ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা রহিজ উদ্দিন, তার ছেলে রিপু ও একই উপজেলার বনবাড়িয়া গ্রামের চন্দ্র শেখর। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভোর সোয়া ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহত হন আরও ৮ জন। ঘটনাস্থল থেকে নিহত তিনজন ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তবে তিনজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন।

























