সিরাজগঞ্জে ক্ষতিগ্রস্থ নলকা সেতু ও মহাসড়কে সম্প্রসারণের কাজ চলায় যানজট এখন নিত্য দিনের ঘটনা
- আপডেট সময় : ০৭:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে ক্ষতিগ্রস্থ নলকা সেতু ও মহাসড়কে সম্প্রসারণের কাজ চলায় যানজট এখন নিত্য দিনের ঘটনা। চালকদের বিশৃঙ্খলভাবে গাড়ী চলানোর কারণে যানজন তীব্র আকার ধারন করছে।
ভোর থেকে লাগা এ যানজট বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হতে থাকে। প্রায় প্রতি দিনই এই মহাসড়কে দিনের অধিকাংশ সময় যানজট লেগে থাকে। এতে যাত্রী ও পন্যবাহী গাড়ী সময় মতো গন্তব্যে পৌছতে পারছে না।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ এবং হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, প্রতিদিনই গভীর রাত থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। মহাসড়কে সম্প্রসারণ কাজ শেষ না হওয়া পর্যন্ত ভোগান্তি পিছু ছাড়ছে না গাড়ী চালকদের।
এদিকে, গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। সকালের বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে থাকা খানাখন্দে পানি জমে থাকায় ধীরগতিতে চলছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।
















