সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল লালন উৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৬৬১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ার করোতোয়া নদীর পাড়ে মহাধুমধামে অনুষ্ঠিত হয়ে গেল লালন উৎসব।
গেলরাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান লালন ভক্ত তৌহিদুল ইসলাম ফিরোজের আয়োজনে বেতকান্দী গ্রামের এ উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ। এ উৎসব উপভোগ করার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে লালন ভক্ত নরনারী শীত উপেক্ষা করে এতে অংশ নেয়। এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল শিল্পীরা রাত ব্যাপি লালন সংগীত পরিবেশন করেন। এই উৎসব ঘীরে বসানো হয়েছে গ্রামীন মেলা। স্থানীয় সহ দূরদুরান্ত থেকে আশা হাজারো মানুষ এই লালন উৎসব উপভোগ করেন।



























