সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় এক কিলোমিটার এলাকায় বিলীন হয়ে গেছে মসজিদ, মাদ্রাসাসহ শতাধিক ঘর-বাড়ি

- আপডেট সময় : ০৩:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
যমুনার ভাঙ্গনে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রায় এক কিলোমিটার এলাকায় বিলীন হয়ে গেছে মসজিদ, মাদ্রাসাসহ শতাধিক ঘর-বাড়ি। নতুন করে ভাঙ্গন দেখা দেয়ায় ১৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ হুমকির মধ্যে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলা অব্যাহত রয়েছে।
চলতি বন্যায় হঠাৎ করে নদীতে প্রচন্ড স্রোতো বিলীন হয়ে যায় শাহজাদপুরের মাজ্জান ও বিনোটিয়া বাঁধের প্রায় ১ কিলোমিটার এলাকা। এতে নদীগর্ভে বিলীন হয়ে যায় ঘর-বাড়ী মসজিদ ও মাদ্রাসাসহ শতাধিক স্থাপনা। বর্তমানে ভাঙ্গন অব্যাহত থাকায় এলাকা জুড়ে বিরাজ করছে আতংক।
দফায়-দফায় ভাঙ্গন হওয়ায় আরও কয়েক শত ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা এখন বিলীনের পথে।
এদিকে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে, পানি উন্নয়ন বোর্ড।
শুধু প্রতিশ্রুতি নয়, বসভিটা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি নদীপাড়ের মানুষদের।