সিরাজগঞ্জের তাড়াশে মান্নান নগরে ট্রাকচাপায় দুই তেল ব্যবসায়ীসহ তিনজন নিহত

- আপডেট সময় : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে মান্নান নগরে ট্রাকচাপায় দুই তেল ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন।
নিহত দুই ব্যবসায়ী হাটিকুমরুল থেকে ১১ ড্রাম সয়াবিন তেল নিয়ে গতরাতে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনযোগে গুরুদাসপুর যাচ্ছিলেন। নসিমনটি মান্নান নগর বাজার অতিক্রম করার পর বিকল হয়ে যায়। এ অবস্থায় নসিমনের চালকসহ তেল ব্যবসায়ীরা গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ান। তখন দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ থানায় নিয়ে আসে। পরে স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যায়।
এদিকে, ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক নসিমন চালক নিহত হয়েছে। সকালে সদর উপজেলার হলিধানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রাম থেকে মাছ নিতে ডাকবাংলা এলাকায় যাচ্ছিল নসিমন চালক রইসউদ্দিন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় তার নসিমন। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।