সিরাজগঞ্জের কামারখন্দে স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর অপারেশন থিয়েটার চালু হয়েছে।
সকালে উপজেলার জটিবাড়ী গ্রামের প্রসূতি হাফিজা খাতুনের সিজারের মাধ্যমে অপারেশন থিয়েটার চালু করা হয়। স্থানীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম জানান, অপারেশন সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় এতদিন অপারেশন থিয়েটার চালু করা যায়নি। অপারেশন থিয়েটার চালু হওয়ায় পার্শ্ববর্তী কয়েক উপজেলার রোগীরা এখানে বিনামূল্যে সেবা পাবেন। এ হাসপাতালে সন্তান প্রসব হলেই নবজাতককে পুরস্কার দেয়া হবে বলে জানান তিনি। এর আগে গত ২৩ আগস্ট অপারেশন থিয়েটার চালুর ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না।