সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ’ ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
বর্ণাঢ্য নানা আয়োজনে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যাপীঠ গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ’ ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গৌরী আরবান এক্স স্টুডেন্ট অ্যাসেসিয়েশনের উদ্যোগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদসহ বরেণ্য ব্যক্তিরা অংশ নেন। আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।