সিরাজগঞ্জের উল্লাপাড়ার মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন
- আপডেট সময় : ০৬:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। অকালেই প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। উচ্চ আদালত এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে অবাধে চলাচল করছে এসব অবৈধ যানবাহন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অবৈধ যান বন্ধে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কে সরকারি নির্দেশনা অমান্য করে দাঁপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অবৈধ ইজিবাইক, শ্যালোইঞ্জিন চালিত নসিমন, করিমন, ট্রলি, সিএনজি অটোভ্যান। কোনভাবেই মহাসড়কে এই অবৈধ যান চলাচল থামানো যাচ্ছে না। ফলে প্রতিনিয়তই মহাসড়কে ঘটছে দূর্ঘটনা, অকালে প্রাণ হারাচ্ছে পথচারী, যাত্রী, চালক, শ্রমিক। নিষিদ্ধ এসব যান দ্রুত বন্ধ করা না গেলে সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে না বলে দাবি পথচারীদের।
অবৈধ এসব যানবাহন চলাচলে মহাসড়কে দূর্ঘটনার বড় কারণ। আরেকটি বড় কারণ অদক্ষ ড্রাইভার। পুলিশকে ম্যানেজ করেই অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল করে বলে দাবি দূরপাল্লার বাস চালকদের।
মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রতিনিয়তই অবৈধ যানবাহন আটক করে মামলা দেয়া হচ্ছে বলে জানালেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
দূর্ঘটনা রোধে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কতৃপক্ষ এমনটাই ধারণা সচেতন মহলের।























