সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আছিরউদ্দিনের ১০ বছর কারাদণ্ড

- আপডেট সময় : ০৭:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আছিরউদ্দিনকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তার মালিকানাধীন ভবন বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে ২০০৪ সালের দুদক আইনের ২৭ এর ১ ধারায় ৮ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং ২৬ এর ২ ধারায় দুই বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে তিন কাঠা জমির ওপর তার মালিকানাধীন ভবনসহ সব স্থাপনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত। জামিনে থাকা আছির উদ্দিন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আছিরের বিরুদ্ধে ২০১৭ সালের ১৪ মে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করে দুদক।