সিনহা হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্যকে আবারও ৪ দিনের রিমান্ড
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
 - / ১৮৫৯ বার পড়া হয়েছে
 
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্যকে অধিকতর জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে নিয়েছে র্যাব।
সকাল ১১টার দিকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে পুলিশের অপর তিন সদস্য বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে প্রদীপকে চার দফায় ১৫ দিন এবং লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিতকে তিন দফায় ১৪ দিনের রিমান্ড চলাকালে লিয়াকত ও নন্দদুলাল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও প্রদীপ রাজি হননি। তারা সবাই এখন কারাগারে রয়েছেন।
																			
																		














