সিদ্দিকবাজার বিস্ফোরণে ভবনমালিক-ব্যবসায়ীদের উদাসানীতা দায়ী : অভিযোগ পুলিশের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৯২৮ বার পড়া হয়েছে
রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের জন্য ভবনমালিক-ব্যবসায়ীদের উদাসানীতাকে দায়ী করেছে পুলিশ। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণহানির সংখ্যা ২৩।
দায়িত্বে অবহেলার অভিযোগে ‘বিস্ফোরক দ্রব্য আইনে’ মামলা করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গ্যাস, বিদ্যুৎ, স্যুয়ারেজসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থা, নির্মাণ ও ব্যবসার লাইসেন্স দেয়া কর্তৃপক্ষের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর লোভ, উদাসীনতা ও অবহেলার সুযোগ নিয়ে ভবন মালিক এবং ব্যবহারকারীরা অপরাধ করেছেন। এর ফলে এতগুলো মানুষের প্রাণহানি ঘটেছে। ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আজ।