সিডর’ খ্যাত সেই ভয়াল ১৫ নভেম্বর আজ
- আপডেট সময় : ০৬:১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১৫১৩ বার পড়া হয়েছে
সিডর’ খ্যাত সেই ভয়াল ১৫ নভেম্বর আজ। ২০০৭ সালের এইদিনে ভয়াবহ সামুদ্রিক ঝড় ‘সিডর’ আঘাত হানে দেশের উপকূলীয় এলাকায়। যা ছিল উপকূলে স্মরণকালের সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের আঘাত। মুহূর্তেই উপকূলীয় জনপথগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়। রাস্তাঘাট, ঘরবাড়ি- এমনকি গাছের সঙ্গে ঝুলে ছিল শত শত মানুষের মরদেহ। দুর্যোগের সেদিনে গৃহহীন হয় লাখ লাখ মানুষ। ১৮ বছর পেরিয়ে গেলেও সেই স্মৃতি আজও ভুলতে পারেননি দক্ষিণাঞ্চলের মানুষ।
২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে সিডরের সঙ্গে ঘূর্ণিঝড় আকারে প্রবল বাতাস ও ভয়ঙ্কর জলোচ্ছ্বাস আঘাত হানে।প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মুহূর্তেই উপকূলীয় জনপথ মৃত্যুপুরীতে পরিণত হয়। রাস্তাঘাট, ঘরবাড়ি, মাঠঘাট- এমনকি গাছের সঙ্গে ঝুলে ছিল শত শত মানুষের মরদেহ।
চালিতাবুনিয়া ইউনিয়নের সাউথখালী ইউনিয়নের শরণখোলা অঞ্চলে একাধিক পরিবার আজও সেই স্মৃতিকে বয়ে চলছে। একদিকে ৫৫ বছর বয়সী শাহজাহান মোল্লা, যাঁর মা-বাবা ওই সাইক্লোন প্রাণ হারিয়েছিলেন। অন্যদিকে ৪৪ বছর বয়সী দেলোয়ার তালুকদার, যাঁর চার মাস বয়সী মেয়ে পাঁচ বছর বয়সি ছেলে মারা গেছে।
এই দুই ব্যক্তি শুধু এক-একটি জীবনের গল্প নয়; সিডর’আঘাতের ১৮ বছর পরেও অসংখ্য পরিবার টেকসই উপকূলীয় বাঁধ, সুরক্ষা ও পুনর্বাসনের দাবি জানান।
উপজেলা প্রশাসন জানায়, বাঁধ মেরামত ও স্থানীয় জনসচেতনা বাড়াতে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে।
প্রিয়জনহারা অনেকেই এখনো এইদিন এলে বুকফাটা কান্নায় ভেঙে পড়েন। সিডরের ক্ষতচিহ্ন বহন করে চলছেন অনেকে। প্রত্যন্ত জনপদে এখনো স্বজনহারা মানুষের বিলাপ শোনা যায়।

























