সিক্ত বাংলাদেশের উদ্যোগে লোকাল কনফারেন্স অব ইয়ুথ বাংলাদেশ ২০২৫–এর সমাপনী অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
সিক্ত বাংলাদেশের আয়োজনে দুইদিনব্যাপী লোকাল কনফারেন্স অব ইয়ুথ বাংলাদেশ ২০২৫–এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনের মূল ফোকাস ছিল অন্তর্ভুক্তিমূলক জলবায়ু শাসন ও উত্তরণ।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে অংশগ্রহণকারী প্যানেলিস্ট জবাবদিহিতা, স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রস্তাবনা উপস্থাপন করেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যুবসমাজের নেতৃত্বকে জলবায়ু শাসনের মূল চালিকাশক্তি হিসেবে স্বীকৃতি দেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিসিইইআরের উপদেষ্টা প্রফেসর আইনুন নিশাত, বনহিশিখার ব্যবস্থাপনা পরিচালক তাসাফি এম হোসেন, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নাইওকা মার্টিনেজ ব্যাকস্ট্রম,সিক্টো বাংলাদেশের চেয়ারম্যান খাদিজা মুস্তারি মাহিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ ফেরহাত আনোয়ার।
এর আগে প্রথম দিনটি শুরু হয় উদ্যমী তরুণদের অংশগ্রহণ ও অনুপ্রেরণামূলক আলোচনার মাধ্যমে। উদ্বোধনী আয়োজনে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিষয়ক কার্যক্রম ‘C3ER’-এর সহকারী পরিচালক রওফা খানম, ইউএনডিপি’র জলবায়ু বিশেষজ্ঞ মালিহা মুজাম্মিল, আন্তর্জাতিক আয়োজনের প্রধান সমন্বয়ক ও ইয়াঙ্গো-র প্রতিনিধি আলবা পেনা এবং জাতিসংঘ মহাসচিবের যুব বিষয়ক উপদেষ্টা ফারজানা ফারুক ঝুমু। আয়োজনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশি প্রধান সমন্বয়ক ও সিক্ত বাংলাদেশের পরিচালক মোহাম্মদ মাহবুল আলম তামিম।
দিনব্যাপী বিভিন্ন স্কিল ল্যাব, প্যানেল আলোচনা ও নেটওয়ার্কিং কার্যক্রমে অংশগ্রহণকারীরা জলবায়ু নীতি প্রভাবিত করার কৌশল, অনলাইন অ্যাডভোকেসি এবং গল্প বলার মাধ্যমে জনসম্পৃক্ততা গড়ে তোলার বাস্তব প্রশিক্ষণ লাভ করেন।
এদিকে এই সম্মেলনে দেশি-বিদেশি জলবায়ু গবেষক, নীতিনির্ধারক, বিশিষ্ট পরিবেশ আন্দোলনকর্মী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।