সিইসিসহ ৪ নির্বাচন কমিশনারের শপথ গ্রহণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকৌশল প্রনয়ন করা হবে বলে জানিয়েছেন নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।।সবার আস্থা অর্জনে সর্বাত্মক চেষ্টা করবে বলেও জানান তিনি।
শপথ গ্রহন শেষে প্রশ্নের জবাবে এ সব কথা বলেন সিইসি। চলমান পরিস্থিতির আলোকে কর্ম-কৌশল ঠিক করতে কালই ইসি কার্যালয়ে বৈঠকে বসবেন বলে জানান তিনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা আদায়ে চেষ্ঠা করা হবে বলেও জানান হাবিবুল আউয়াল। বিকেল সাড়ে চারটায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে সিইসিসহ চার নির্বাচন কমিশনারকে শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।










