সাড়ে ২৫ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত : টিআইবির প্রতিবেদন
- আপডেট সময় : ০৮:০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বিএনপি প্রার্থীদের ৫৯ শতাংশ ঋণগ্রস্ত, বেড়েছে ইসলামপন্থি প্রার্থী। এমন তথ্য উঠে এসেছে “হলফনামায় প্রার্থী পরিচিতি” শীর্ষক টিআইবির প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মামলা রয়েছে ৫৩০ জনের বিরুদ্ধে । অস্থাবর ও স্থাবর সম্পত্তির মূল্য অনুযায়ী কোটিপতি ৮৯১ জন। ১০০ কোটি টাকার বেশি স্থাবর-অস্থাবর সম্পদ আছে এমন প্রার্থীর সংখ্যা ২৭ জন। প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫ শতাংশের লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুতকৃত হলফনামায় প্রার্থী পরিচিতি শীর্ষক প্রতিবেদন প্রকাশ এবং কেওয়াইসি ড্যাশবোর্ড উন্মুক্তকরণ উপলক্ষে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কমিউনিকেশন ও আউটরিচ বিভাগের পরিচালক তৌহিদুল ইসলাম। জানান, ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবারের নির্বাচনে।
প্রতিবেদনে জানানো হয় এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে মামলা আছে ৫৩০ জনের। তালিকায় স্থাবর-অস্থাবর-সম্পত্তির মূল্য অনুযায়ী কোটিপতি আছেন ৮৯১ জন।
ড. ইফতেখারুজ্জামান জানান, দ্বৈত নাগরিকত্বের তথ্য লুকিয়েছেন কমপক্ষে দুই প্রার্থী। প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫ শতাংশের লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি।
এবারের নির্বাচনে ইসলামপন্থি দলগুলোতে প্রার্থীদের সংখ্যা বড়ো আকারে বেড়েছে বলে জানান ড. ইফতেখারুজ্জামান।


















