সার্চ কমিটির মাধ্যমে আগামী নির্বাচন কমিশন গঠন করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সার্চ কমিটির মাধ্যমে আগামী নির্বাচন কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেছেন, আগামী নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে গঠন করা হবে। এর মাধ্যমে পাওয়া যাবে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন। এতে সংবিধানের কোন ব্যত্যয় ঘটবে না। সকালের দিনাজপুরের বিরল উপজেলায় মঙ্গলপুর মাইনুল হাসান মহাবিদ্যালয়ের একটি ভবনের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি। যারা সার্চ কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা গণতন্ত্রের শত্রু বলে উল্লেখ করেন খালিদ মাহমুদ চৌধুরী। এই চক্রটি সব সময় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজছে। কিন্তু বাংলার স্বাধীনচেতা মানুষ তা কখনো মেনে নেবে না।