সারা দেশে লাগাম ছাড়া চাল-পেঁয়াজের দাম
- আপডেট সময় : ০৫:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
কয়েকদিনে দেশের সর্বত্রই বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এর মধ্যে চালের দাম আকাশচুম্বী। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধানের দাম আকাশচুম্বী। ফলে সেখানে ধানের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে চালের দামও। এতে কৃষকেরা খুশি হলেও বিপাকে পড়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।
দেশের বৃহত্তম চালের মোকাম আশুগঞ্জে নতুন৪৯ ধান বিক্রি হচ্ছে এক হাজার ৮০ টাকা থেকে এগারোশো টাকায়। পুরাতন২৯ জাতের চিকন ধান বিক্রি হচ্ছে এক হাজার ১৭০ থেকে এক হাজার ২১০ টাকায়। পুরাতন২৮ চিকন জাতের ধান বিক্রি হচ্ছে এক হাজার ৩১০ টাকা থেকে এক হাজার ৩২০ টাকায়। ধানের আমদানী কম থাকায় দাম বাড়ছে বলে তথ্য দিচ্ছেন সংশ্লিষ্টরা। এক সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতিকেজিতে চালের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা। আর বস্তাপ্রতি বেড়েছে ১০০ টাকা থেকে দেড়শ টাকা। চালের বাজারে ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা। বাজারে চালের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের। চালের বাজার স্থিতিশীল রাখতে দিনাজপুর জেলার ৯টি পৌর এলাকায় ২২ জানুয়ারি থেকে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করে খাদ্য বিভাগ। ধানের জেলা দিনাজপুরে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে চালের বাজার। এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম।










