সারাদেশে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে ১ হাজার ৬১১ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারার মধ্যে সারাদেশে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৬১১ জন নতুন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ৯ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬১১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৯০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন। নতুন শনাক্ত ২ হাজার ২৮৫ জনের মধ্যে ৯৫৮ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের মোট ৫৬টি জেলায় একদিনে এসব নতুন রোগী ধরা পড়েছে।





















