সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫১৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর এ সময়ে করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের তুলনায় আজ নতুন রোগী ও শনাক্তের হার কমলেও বেড়েছে মৃত্যু।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৯০ শতাংশ। আর সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ, ৪ জন নারী।