সারাদেশে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন চলছে
																
								
							
                                - আপডেট সময় : ০২:০০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
 - / ১৫৭৭ বার পড়া হয়েছে
 
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে টানা আটদিনের সর্বাত্মক লকডাউনে পণ্যবাহী যান, এ্যাম্বুলেন্স ও জরুরী পরিবহন ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। দেশের বেশিরভাগ স্থানে রাস্তাঘাটে চলছে সুনসান নীরবতা। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। কাঁচাবাজার ছাড়া সব দোকানপাটই বন্ধ। বিশেষ করে রমজানের মাঝে লকডাউন পড়ায় জনগণও ভালোভাবে সাড়া দিচ্ছে।
সর্বাত্মক লকডাউনে স্থবিরতা নেমে এসেছে বন্দর নগরী চট্টগ্রামে। পহেলা বৈশাখের কোনো আয়োজন ছিলনা নগরীতে। নগরীর মোড়ে মোড়ে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি ও জনসাধারনের চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে পুলিশকে। যৌক্তিক কারণ দেখাতে না পারায় অনেককেই ঘরে ফিরে যেতে বাধ্য করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজশাহীতে শপিংমল, বিপনি বিতান ও দোকানপাট বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তেমন কাউকে দেখা যায়নি। তবে, টিসিবির পণ্য কিনতে ভিড় করেছে নিম্নআয়ের মানুষ। মোড়ে মোড়ে টহল দিচ্ছে রেব ও পুলিশ। গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।
রংপুরে সড়ক-মহাসড়ক, গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে পুলিশি মনিটরিং বাড়ানো হয়েছে। অহেতুক ঘোরাফেরা করা ব্যক্তিদের ঘরে ফেরানো ও নগরীর যানবাহন নিয়ন্ত্রণে ১২টি চেকপোস্ট বসিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
বগুড়ায় বিপণি বিতান এমনকি ছোট-খাটো দোকানপাটও বন্ধ রয়েছে। কিছু কাঁচা বাজার খোলা থাকলেও তা ক্রেতাশূন্য।
সিলেটে কম চলাচল করছে সাধারণ মানুষ। কাঁচাবাজার ও ভূষিমালের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রয়েছে।
ময়মনসিংহের সব রাস্তা-ঘাটই ফাঁকা রয়েছে। দু’একটি রিকশা ও অটো ছাড়া রাস্তায় তেমন কোনো বাহন দেখতে পাওয়া যায়নি। পুলিশের পাশাপাশি রেবের টহল জোরদার রয়েছে।
খুলনায় অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় চলাচল করতে দেয়া হচ্ছে না। লকডাউনের বিধি নিষেধ নিশ্চিতে এবার কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।
আপস……
গাজীপুর থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার বাস, মিনিবাস চলাচল করতে দেখা যায়নি। তবে পণ্যবাহী ট্রাক, লরি, পিকআপসহ জরুরি সেবার পরিবহন চলছে
সিরাজগঞ্জের কাঁচা বাজারে জনসমাগম দেখা গেলেও অধিকাংশ ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছেন। তবে বন্ধ রয়েছে শপিংমল ও বিপণি বিতান।
নেত্রকোনা শহরে রাস্তাঘাট ফাঁকা। বন্ধ রাখা হয়েছে শহরের শপিংমলসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়, বাস টার্মিনাল, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকার চেকপোস্টে চলছে পুলিশের তল্লাশি।
নড়াইলে স্বত:স্ফুর্তভাবেই মানা হচ্ছে সর্বাত্মক লকডাউন। তবে, কিছু অটোভ্যান চলাচল করতে দেখা গেছে।
খুব প্রয়োজন ছাড়া রাস্তায় নামেনি চুয়াডাঙ্গাবাসী। দু’একটি ব্যক্তিগত গাড়ি ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও, কুষ্টিয়া, মানিকগঞ্জ, সাভার, রাঙামাটি, শেরপুর, নোয়াখালী, মাদারীপুর, বরগুনা, গোপালগঞ্জ, শরীয়তপুর,কুমিল্লা, সাতক্ষীরা ও ফেনীতে সর্বাত্নক লকডাউন পালিত হচ্ছে।
																			
																		













